রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রবল ও দমকা হাওয়াসহ মৌসুমী ঝড় আঘাত হানে। এটা কয়েক মিনিট স্থায়ী ছিল।
বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার, বলেন তিনি।
বৃষ্টিপাতের পরিমাণ তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়নি বলে জানান এ আবহাওয়াবিদ।
এর আগে আবহওয়া অফিস তাদের পূর্বাভাসে জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে।